আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ২২
অনুচ্ছেদ
২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন: আমার বান্দা যখন অসৎকাজের ইচ্ছা করে, তা কাজে পরিণত না করা পর্যন্ত তোমরা লিখো না। যদি তা করে, তাহলে অনুরূপ লিখে নাও। আর যদি সে আমার ভয়ে তা বর্জন করে, তাহলে একটি নেকী লিখে নাও। আর যদি সৎ কাজের ইচ্ছা করে এবং কাজে পরিণত নাও করে, তাহলে একটি নেকী লিখে নাও। আর যদি তা কাজে পরিণত করে, তাহলে দশ থেকে সাতশ' পর্যন্ত নেকী লিখে নাও।
(হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তবে শব্দমালা ইমাম মুসলিমের)
(হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তবে শব্দমালা ইমাম মুসলিমের)
فصل
22 - وَعَن أبي هُرَيْرَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول الله عز وَجل إِذا أَرَادَ عَبدِي أَن يعْمل سَيِّئَة فَلَا تكتبوها عَلَيْهِ حَتَّى يعملها فَإِن عَملهَا فاكتبوها بِمِثْلِهَا وَإِن تَركهَا من أَجلي فاكتبوها لَهُ حَسَنَة وَإِن أَرَادَ أَن يعْمل حَسَنَة فَلم يعملها اكتبوها لَهُ حَسَنَة فَإِن عَملهَا فاكتبوها لَهُ بِعشر أَمْثَالهَا إِلَى سَبْعمِائة
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
