আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ১১
ইখলাস (নিষ্ঠা) সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
১১. হযরত উবাদা ইব্ন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামত দিবসে দুনিয়াকে উপস্থিত করা হবে এবং বলা হবে, তোমার মধ্য হতে আল্লাহর জন্য যা কিছু করা হয়েছে, তা ব্যতীত বাকীগুলো পৃথক করে দাও। অতঃপর তাই করা হবে এবং তা জাহান্নামে নিক্ষেপ করা হবে।
(শাহর ইব্ন হাওশাব থেকে বায়হাকী (র) মাওকূফ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
11 - وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ يجاء بالدنيا يَوْم الْقِيَامَة فَيُقَال ميزوا مَا كَانَ مِنْهَا لله عز وَجل فيماز ويرمى سائره فِي النَّار
رَوَاهُ الْبَيْهَقِيّ عَن شهر بن حَوْشَب عَنهُ مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১ | মুসলিম বাংলা