আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭১১
১০৭৭. মিনাতে নবী (ﷺ)-এর কুরবানী করার স্থানে কুরবানী করা
১৬০৩। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) মুযদালিফা থেকে শেষ রাতের দিকে হাজীদের সাথে, যাদের মধ্যে আযাদ ও ক্রীতদাস থাকত, নিজ কুরবানীর জানোয়ার পাঠিয়ে দিতেন, যাতে তা রাসূলুল্লাহ (ﷺ) এর কুরবানীর স্থানে পৌছে যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন