কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৬৮১
আন্তর্জাতিক নং: ১৬৮১
৪১. পানি পান করানোর ফযিলত।
১৬৮১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মাতা উম্মে সা’দ ইনতিকাল করেছেন। কাজেই (তার ঈছালে সাওয়াবের জন্য) কোন ধরনের সদকাহ উত্তম? তিনি বলেনঃ পানি। অতঃপর সা’দ (রাযিঃ) একটি কূপ খনন করেন এবং বলেন, এই কূপের পানি বিতরণের সাওয়াব উম্মে সা’দের জন্য নির্ধারিত।
باب فِي فَضْلِ سَقْىِ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ رَجُلٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ " الْمَاءُ " . قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৬৮১ | মুসলিম বাংলা