আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭০৭
১০৭৪. কুরবানীর উটের পিঠে আবরণ পরানো।
ইবনে উমর (রাযিঃ) শুধু কুজের স্থানের ঝুল ফেড়ে দিতেন। আর তা নহর করার সময় নষ্ট করে দেওয়ার আশঙ্কায় ঝুলটি খুলে নিতেন এবং পরে তা সাদ্‌কা করে দিতেন।
১৫৯৯। কাবীসা (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যবেহকৃত কুরবানীর উটের পৃষ্ঠের আবরণ এবং তাঁর চামড়া সাদ্‌কা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন