কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৬১৮
আন্তর্জাতিক নং: ১৬১৮
১৯. কি পরিমাণ সাদ্কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১৮. হামিদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... ইবনে আজলান ইয়াদ (রাহঃ) কে বলতে শুনেছেন, আমি আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমি সব সময়ই (সকল বস্তু হতে) সাদ্কায়ে ফিতর হিসাবে এক সা’ পরিমাণই আদায় করতে থাকব। কেননা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে খেজুর, বার্লি, পনির ও কিসমিস সদকায়ে ফিতর হিসাবে এক সা’ করে আদায় করতাম। এটা ইয়াহয়া বর্ণিত হাদীস। তবে সুফিয়ানের বর্ণনায় আরও আছে: ″অথবা এক সা’ আটা″।
রাবী হামিদ বলেন, মুহাদ্দিছগণ এটা গ্রহণে অসম্মতি জ্ঞাপন করায় সুফিয়ান এটা পরিহার করেন।
রাবী হামিদ বলেন, মুহাদ্দিছগণ এটা গ্রহণে অসম্মতি জ্ঞাপন করায় সুফিয়ান এটা পরিহার করেন।
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، سَمِعَ عِيَاضًا، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ لاَ أُخْرِجُ أَبَدًا إِلاَّ صَاعًا إِنَّا كُنَّا نُخْرِجُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَاعَ تَمْرٍ أَوْ شَعِيرٍ أَوْ أَقِطٍ أَوْ زَبِيبٍ هَذَا حَدِيثُ يَحْيَى زَادَ سُفْيَانُ أَوْ صَاعًا مِنْ دَقِيقٍ قَالَ حَامِدٌ فَأَنْكَرُوا عَلَيْهِ فَتَرَكَهُ سُفْيَانُ . قَالَ أَبُو دَاوُدَ فَهَذِهِ الزِّيَادَةُ وَهَمٌ مِنِ ابْنِ عُيَيْنَةَ .


বর্ণনাকারী: