আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৯৯
১০৬৯. কুরবানীর পশু ইশ’আর করা।
উরওয়া (রাহঃ) মিসওয়ার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) কুরবানীর পশুর কিলাদা পরান ও ইশ’আর করেন এবং উমরার ইহরাম বাঁধেন।
উরওয়া (রাহঃ) মিসওয়ার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) কুরবানীর পশুর কিলাদা পরান ও ইশ’আর করেন এবং উমরার ইহরাম বাঁধেন।
১৫৯১। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর কুরবানীর পশুর কিলাদা পাকিয়ে দিলাম। এরপর তিনি তাঁর ইশ’আর করলেন এবং তাঁকে তিনি কিলাদা পরিয়ে দিলেন অথবা আমি একে কিলাদা পরিয়ে দিলাম। এরপর তিনি তা বায়তুল্লাহর দিকে পাঠালেন এবং নিজে মদীনায় থাকলেন এবং তাঁর জন্য যা হালাল ছিল তা থেকে কিছুই তাঁর জন্য হারাম হয়নি।
