আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৯৪
১০৬৭. যে ব্যক্তি যুল হুলাইফা থেকে (কুরবানীর পশুকে) ইশ’আর এবং কিলাদা করে পরে ইহরাম বাঁধে।
নাফি (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) মদীনা থেকে যখন কুরবানীর জানোয়ার সাথে নিয়ে আসতেন তখন যুল হুলাইফায় তাঁকে কিলাদা পরাতেন এবং ইশ’আর করতেন। ইশ’আর অর্থাৎ উটকে কিবলামুখী করে বসিয়ে বড় ছুরি দিয়ে কুজের ডান পার্শ্বে যখম করতেন।
নাফি (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) মদীনা থেকে যখন কুরবানীর জানোয়ার সাথে নিয়ে আসতেন তখন যুল হুলাইফায় তাঁকে কিলাদা পরাতেন এবং ইশ’আর করতেন। ইশ’আর অর্থাৎ উটকে কিবলামুখী করে বসিয়ে বড় ছুরি দিয়ে কুজের ডান পার্শ্বে যখম করতেন।
১৫৮৭। আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... মিসওয়ার ইবনে মাখরামা ও মারওয়ান (রাহঃ) থেকে বর্ণিত, তাঁরা উভয়ই বলেছেন, হুদায়বিয়ার সন্ধির পর নবী (ﷺ) এক হাজারেরও অধিক সাহাবী নিয়ে মদীনা থেকে বের হয়ে যুল হুলাইফা পৌঁছে কুরবানীর পশুটিকে কিলাদা* পরালেন এবং ইশ’আর করলেন। এরপর তিনি উমরার ইহরাম বাঁধলেন।
* চামড়া বা কাপড়ের টুকরা দিয়ে মালা বানিয়ে পশুর গলায় ঝুলিয়ে দেওয়া।
* চামড়া বা কাপড়ের টুকরা দিয়ে মালা বানিয়ে পশুর গলায় ঝুলিয়ে দেওয়া।


বর্ণনাকারী: