কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৫
আন্তর্জাতিক নং: ১৫০৫
৩৬৬. নামাযের সালাম শেষে কি দুআ পড়বে?
১৫০৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... মুগীরা ইবনে শোবা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযের সালাম ফিরাবার পর কোন দুআ পাঠ করতেন এটা জানার জন্য আমীরে মুআবিয়া (রাযিঃ) মুগীরাকে পত্র লিখেছিলেন। অতঃপর মুগীর (রাযিঃ) মুআবিয়া (রাযিঃ) এর নিকট এই মর্মে পত্রোত্তরে জানান যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদীর। আল্লাহুম্মা লা মানেআ লিমা আতায়তা, ওয়ালা মুতিয়া লিমা মানা’তা, ওলা লা য়ানফাউ যাল-জাদ্দি মিনকাল জাদ্দু।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا سَلَّمَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَىُّ شَىْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا سَلَّمَ مِنَ الصَّلاَةِ فَأَمْلاَهَا الْمُغِيرَةُ عَلَيْهِ وَكَتَبَ إِلَى مُعَاوِيَةَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ " .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. প্রত্যেক ফরয নামাযের পরে উক্ত দুআটি পড়তেন। সুতরাং ছুন্নাত নামাযে দাঁড়াতেন দুআ পড়ার পরে। অতএব, ফরয ও ছুন্নাতের মাঝে এতটুকু পরিমাণ দেরি করায় কোন ড়্গতি নেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৫০৫ | মুসলিম বাংলা