আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৮৪
১০৬১. মুযদালিফা হতে কখন রওয়ানা হবে?
১৫৭৯। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) ......... আমর ইবনে মায়মুন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ)-এর সাথে ছিলাম। তিনি মুযদালিফাতে ফজরের নামায আদায় করে (মাশা’আরে হারামে) উকুফ করলেন এবং তিনি বললেন, মুশরিকরা সূর্য না উঠা পর্যন্ত রওয়ানা হত না। তাঁরা বলত, হে সাবীর! আলোকিত হও! নবী (ﷺ) তাঁদের বিপরীত করলেন এবং তিনি সূর্য উঠার আগেই রওয়ানা হলেন।
