কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৬
আন্তর্জাতিক নং: ১৪১৬
৩৪২. বিতরের নামায সুন্নত।
১৪১৬. ইবরাহীম (রাহঃ) .... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ হে কুরআনের অনুসারীগণ! তোমরা বিতরের নামায আদায় কর। কেননা আল্লাহ তাআলা বেজোড় (একক), কাজেই তিনি বেজোড় (বিতর)-কে ভালোবাসেন।
باب اسْتِحْبَابِ الْوِتْرِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ زَكَرِيَّا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَهْلَ الْقُرْآنِ أَوْتِرُوا فَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ " .

হাদীসের ব্যাখ্যা:

রসূল স. এ হাদীসে বিতির পড়ার নির্দেশ দিয়েছেন যা দ্বারা প্রমাণিত হয় যে, বিতির পড়া ওয়াজিব। হযরত বুরাইদা বিন হুসাইব রা. থেকে সহীহ সনদে বর্ণিত অপর একটি হাদীসে আছে যে, রসূল স. ইরশাদ করেন: বিতির হক তথা ওয়াজিব। যে ব্যক্তি বিতির পড়লো না সে আমার দলভুক্ত নয়। (আবু দাউদ-১৪১৯) হাকেম আবু আব্দুল্লাহ বলেন, هَذَا حَدِيثٌ صَحِيحٌ এ হাদীসটি সহীহ। (মুসতাদরাকে হাকেম-১১৪৬, ১১৪৭) হযরত ইবনে উমার রা. থেকে আরো একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূল স. বলেন: মাগরিবের নামায হলো দিনের বিতির। সুতরাং তোমরা রাতের বিতিরও পড়ো। (মুসনাদে আহমাদ-৪৮৪৭) শায়খ শুআইব আরনাউত রহ. বলেন, এ হাদীসের সকল রাবীই নির্ভরযোগ্য এবং বুখারী-মুসলিমের রাবী। (মুসনাদে আহমাদ-৪৮৪৭)। এসব কিছুর আলোকে হানাফী মাযহাবের সিদ্ধানত্ম এই যে, বিতির নামায ওয়াজিব। (বায়েউস সানায়ে’: ১/২৭১)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৪১৬ | মুসলিম বাংলা