কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫৪
আন্তর্জাতিক নং: ১৩৫৪
৩২১. রাতের (তাহাজ্জুদ) নামায সম্পর্কে।
১৩৫৪। ওয়াহব ইবনে বাকিয়্যা (রাহঃ) .... হুসায়েন হতেও অনুরূপ বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ (ইয়া আল্লাহ) আমার অস্থিতে নূর দান করুন।
باب فِي صَلاَةِ اللَّيْلِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ حُصَيْنٍ، نَحْوَهُ قَالَ : " وَأَعْظِمْ لِي نُورًا " . قَالَ أَبُو دَاوُدَ : وَكَذَلِكَ قَالَ أَبُو خَالِدٍ الدَّالاَنِيُّ عَنْ حَبِيبٍ فِي هَذَا، وَكَذَلِكَ قَالَ فِي هَذَا الْحَدِيثِ وَقَالَ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ عَنْ أَبِي رِشْدِينَ عَنِ ابْنِ عَبَّاسٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৩৫৪ | মুসলিম বাংলা