কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২২
আন্তর্জাতিক নং: ১৩২২
৩১৭. নবী করীম (স) রাতে কখন উঠতেন ?
১৩২২. মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) .... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর বাণী ″তারা রাত্রিতে খুব কম সময়ই আরাম করত″ এই আয়াতের অর্থ হলঃ তারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামায আদায় করত। রাবী ইয়াহয়া তাঁর বর্ণিত হাদীসে আরও বর্ণনা করেছেন যে, “তাদের পৃষ্ঠদেশ বিছানা হতে দূরে অবস্থান করত″ - এই আয়াতের অর্থও পূর্বের আয়াতের অনুরূপ।
باب وَقْتِ قِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، فِي قَوْلِهِ جَلَّ وَعَزَّ ( كَانُوا قَلِيلاً مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ) قَالَ : كَانُوا يُصَلُّونَ فِيمَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، زَادَ فِي حَدِيثِ يَحْيَى : وَكَذَلِكَ ( تَتَجَافَى جُنُوبُهُمْ ) .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরাম ব্যাপকভাবে মাগরিব বাদ নফল নামায পড়ায় অভ্যস্ত ছিলেন। সুতরাং এটা সুন্নাত।
ফায়দা : আউওয়াবীন নামাযের রাকাত সংখ্যার ব্যাপারে হযরত ইবনে উমার রা. থেকে বর্ণিত আছে চার রাকাত (আব্দুর রাজ্জাক-৪৭২৮) হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে ছয় রাকাত। (তিরমিযী-৪৩৫) তবে সনদের বিবেচনায় এ দুটি হাদীসই জঈফ। আর সহীহ হাদীসে রাকাত সংখ্যা নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি। সুতরাং চার বা ছয় রাকাতও পড়া যেতে পারে। আর নফল নামায হিসেবে প্রত্যেকের সময় ও সামর্থ অনুযায়ী রাকাত বেশী/কমও হতে পারে। অবশ্য হানাফী মাযহাবে ছয় রাকাতের আমলকে প্রাধান্য দেয়া হয়েছে। (মিনহাতুল খালেক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান