আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৬৮
১০৫৪. আরাফা ও মুযদালিফার মধ্যবর্তী স্থানে অবতরণ
১৫৬৪। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... নাফি (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) মুযদালিফার মাগরিব ও ইশার নামায এক সাথে আদায় করতেন। এ ছাড়া তিনি সেই গিরিপথ দিয়ে অতিক্রম করতেন যে দিকে রাসূলুল্লাহ (ﷺ) গিয়েছিলেন। আর সেখানে প্রবেশ করে তিনি ইসতিনজা করতেন এবং উযু করতেন কিন্তু নামায আদায় করতেন না। অবশেষে তিনি মুযদালিফায় পৌঁছে নামায আদায় করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন