আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৬
১১৬। গোবর দিয়ে ইসতিনজা না করা
১৫৬। আবু নুআয়ম (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) একবার শৌচ কাজে যাবার সময় তিনটি পাথর কুড়িয়ে দিতে আমাকে আদেশ দিলেন। তখন আমি দুটি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তাঁর কাছে গেলাম। তিনি পাথর দুটি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র।
ইবরাহীম ইবনে ইউসুফ (রাহঃ)--তার পিতা--আবু ইসহাক (রাহঃ)--আব্দুর রহমান (রাহঃ) এর সূত্রে হাদীসখানা বর্ণনা করেন।
ইবরাহীম ইবনে ইউসুফ (রাহঃ)--তার পিতা--আবু ইসহাক (রাহঃ)--আব্দুর রহমান (রাহঃ) এর সূত্রে হাদীসখানা বর্ণনা করেন।
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, হাড্ডি, গোবর ও কয়লা দ্বারা ইস্তিঞ্জা করা নিষেধ। সুতরাং আমাদেরকে সেটা অনুসরণ করা দরকার। আর এটাই হানাফী মাযহাবের মত। (হিদায়া: ১/৩৯)
