কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৪৭
আন্তর্জাতিক নং: ১২৪৭
নামাযের অধ্যায়
২৯২. এক দল বিশেষজ্ঞ আলেমের মতে,প্রত্যেক দল ইমামের সাথে এক রাকআত করে নামায পড়বে এবং দ্বিতীয় রাকআত পড়ার প্রয়োজন নেই।
১২৪৭. মুসাদ্দাদ ও সাইদ ইবনে মানসুর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের নবী (ﷺ) মারফত ফরয নামায বাড়িতে অবস্থান কালে চার রাকআত (যোহর, আসর ও ইশা) এবং সফরের মধ্যে দুই রাকআত (চার রাকআতের পরিবর্তে) এবং যুদ্ধকালীন ভয় ভীতির সময় এক রাকআত ফরয করেছেন।
كتاب الصلاة
باب مَنْ قَالَ يُصَلِّي بِكُلِّ طَائِفَةٍ رَكْعَةً وَلاَ يَقْضُونَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بُكَيْرِ بْنِ الأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ فَرَضَ اللَّهُ تَعَالَى الصَّلاَةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً .