কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯৬
আন্তর্জাতিক নং: ১১৯৬
নামাযের অধ্যায়
২৭৩. দুর্যোগ-দুর্বিপাকের সময় নামায আদায় করা।
১১৯৬. মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) ..... উবাইদুল্লাহ ইবনে নাদর (রাহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) এর সময় একবার আকাশ অন্ধকারচ্ছন্ন হলে আমরা তাঁর নিকট এসে বলি, হে আবু হামযা! রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কোন সময় এরূপ হয়েছিল কি? তিনি বলেন, আল্লাহর পানাহ! তাঁর যুগে এমনকি জোরে বাতাস প্রবাহিত হতে দেখলেও আমরা কিয়ামতের আশঙ্কায় দৌড়িয়ে মসজিদে আশ্রয় নিতাম।
كتاب الصلاة
باب الصَّلاَةِ عِنْدَ الظُّلْمَةِ وَنَحْوِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، حَدَّثَنِي حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ النَّضْرِ، حَدَّثَنِي أَبِي قَالَ، كَانَتْ ظُلْمَةٌ عَلَى عَهْدِ أَنَسِ بْنِ مَالِكٍ - قَالَ - فَأَتَيْتُ أَنَسًا فَقُلْتُ يَا أَبَا حَمْزَةَ هَلْ كَانَ يُصِيبُكُمْ مِثْلُ هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَعَاذَ اللَّهِ إِنْ كَانَتِ الرِّيحُ لَتَشْتَدُّ فَنُبَادِرُ الْمَسْجِدَ مَخَافَةَ الْقِيَامَةِ .

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কিরাম (রা) আল্লাহর নিয়ামতকে যেমন ভালবাসতেন, তেমনি তাঁর গযবকে ভয় করতেন। মেঘ-বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দ্বারা পূর্ববর্তী বিভিন্ন জাতির ধ্বংস সাধন হওয়ার কারণে মেঘ-বৃষ্টি বা ঝড়ো-হাওয়া প্রবাহিত হতে দেখলে নবী করীম ﷺ-এর ন্যায় তাঁর সাহাবায়ে কিরামও খুব ভয় পেতেন। তাঁরা ভাবতেন হয়ত আল্লাহ তা'আলা তাঁদের জাতিকে আযাব দেয়ার জন্য মেঘ ও ঝড় নামিয়ে দিয়েছেন। তাই আল্লাহর কাছে তাঁরা সাহায্যও প্রার্থনা করতেন। বস্তুত যাদের অন্তরে আল্লাহ-ভীতি সদা জাগ্রত, একমাত্র তাঁরাই এরূপ করতে পারেন। আফসোস, আমাদের যুগে মানুষ বিলকুল গাফিল, আযাবকে চোখের সামনে দেখেও কোনরূপ সবক হাসিল করতে চায় না। আল্লাহ আমাদের মনে তাঁর ভীতি সৃষ্টি করুন এবং আমরাও যেন সাহাবায়ে কিরামের মত আল্লাহকে ভয় করে জীবনের যাবতীয় কাজ সম্পাদন করতে শিখি। আমিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান