আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৫৭
১০৪৪. মিনায় নামায আদায় করা
১৫৫৪। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (মিনায়) নবী (ﷺ) এর সাথে দু’ রাক’আত নামায আদায় করেছি। আবু বকর (রাযিঃ)-এর সাথে দু’ রাক’আত এবং উমর (রাযিঃ)-এর সাথেও দু’ রাক’আত আদায় করেছি। এরপর তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে [অর্থাৎ উসমান (রাযিঃ)-এর সময় থেকে চার রাক’আত নামায আদায় করা শুরু হয়েছে] হায়! যদি চার রাক’আতের পরিবর্তে মকবুল দু’ রাক’আতই আমার ভাগ্যে জুটত!
