কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩৫
আন্তর্জাতিক নং: ১১৩৫
২৫২. ঈদের নামাযের জন্য মাঠে যাওয়ার সময়।
১১৩৫. আহমদ ইবনে হাম্বল (রাযিঃ) ....... ইয়াযীদ ইবনে খুমায়ের (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) ঈদুল ফিতর বা ঈদুল আযহার দিন লোকদের সাথে নামায আদায়ের জন্য রওয়ানা হন। ইমামের বিলম্বের কারণে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা এমন সময় অর্থাৎ, ইশরাকের সময় (সূর্য কিছু উপরে উঠতে) নামাযই শেষ করতাম।
باب وَقْتِ الْخُرُوجِ إِلَى الْعِيدِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خُمَيْرٍ الرَّحْبِيُّ، قَالَ خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ النَّاسِ فِي يَوْمِ عِيدِ فِطْرٍ أَوْ أَضْحَى فَأَنْكَرَ إِبْطَاءَ الإِمَامِ فَقَالَ إِنَّا كُنَّا قَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সূর্য কিছু দূর উপরে উঠলে ঈদের নামাযের সময় হয় যা সাধারণত ইশরাক নামাযের সময়। আর সূর্য মধ্য আকাশে স্থির হওয়া পর্যন্ত থাকে । অতএব, বিনা কারণে বেশী দেরি না করা। অবশ্য বিশেষ কোন কারণ থাকলে শেষ ওয়াক্ত পর্যন্ত তথা সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার অল্প পূর্ব পর্যন্ত দেরি করা যেতে পারে। এ বিষয়ে হযরত মুয়াবিয়া থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, তিনি রসূলুল্লাহ স.-এর সাথে দিনের শুরুতে ঈদের নামায পড়েছেন। (নাসাঈ: ১৫৯৪, আবু দাউদ-১০৭০) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৭১, ১৭২)