কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৭
আন্তর্জাতিক নং: ১১২৭
২৫০. জুমআর ফরযের পরে সুন্নত নামায আদায় সম্পর্কে।
১১২৭. মুহাম্মাদ ইবনে উবাইেদ (রাহঃ) .... নাফে (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) কোন এক ব্যক্তিকে জুমার নামায আদায়ের পর স্বীয় স্থানে দাঁড়িয়ে দুই রাকআত নফল নামায আদায় করতে দেখেন। তিনি তাকে উক্ত স্থান হতে সরে যেতে নির্দেশ দিয়ে বলেন, তুমি কি জুমআর নামায চার রাকআত আদায় করবে? আব্দুল্লাহ (রাযিঃ) জুমআর দিনে (জুমআর নামায আদায়ের পর) নিজের ঘরে দুই রাকআত নফল নামায আদায় করতেন। তিনি বলতেন, রাসূলে করীম (ﷺ) এরূপ করতেন।
باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، رَأَى رَجُلاً يُصَلِّي رَكْعَتَيْنِ يَوْمَ الْجُمُعَةِ فِي مَقَامِهِ فَدَفَعَهُ وَقَالَ أَتُصَلِّي الْجُمُعَةَ أَرْبَعًا وَكَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَيَقُولُ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
