কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৮
আন্তর্জাতিক নং: ১১১৮
২৪৪. জুমআর দিনে লোকের কাঁধ টপকিয়ে সামনে যাওয়া সম্পর্কে।
১১১৮. হারূন ইবনে মারূফ (রাযিঃ) .... আবুল জাহেরিয়া (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করীম (ﷺ)-এর সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ)-এর সাথে জুমআর নামায আদায়ের জন্য মসজিদে উপস্থিত ছিলাম। ঐ সময় এক ব্যক্তি এসে লোকদের ঘাঁড় টপকিয়ে সামনের দিকে যাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ)-এর জুমআর খুতবা দানকালে এক ব্যক্তি লোকের ঘাঁড় টপকিয়ে যেতে থাকলে তিনি তাকে বলেন: তুমি বস! তুমি অন্যকে কষ্ট দিচ্ছ। তুমি অন্যকে কষ্ট দিচ্ছ।
باب تَخَطِّي رِقَابِ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، قَالَ كُنَّا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ فَجَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ جَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " اجْلِسْ فَقَدْ آذَيْتَ " .
