আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৪৯
১০৪০. সাফা ও মারওয়ার মাঝে সা’য়ী করা।
১৫৪৬। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুশরিকদের নিজ শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বায়তুল্লাহর তাওয়াফে এবং সাফা ও মারওয়ার মধ্যকার সা’ঈতে দ্রুত চলেছিলেন।
হুমায়দী (রাহঃ) হাদ্দাসানা যোগে ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
হুমায়দী (রাহঃ) হাদ্দাসানা যোগে ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
