আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৪৪
১০৪০. সাফা ও মারওয়ার মাঝে সা’য়ী করা।
ইবনে উমর (রাযিঃ) বলেন, বনু আব্বাদের বসতি হতে বনু আবু হুসাইনের গলি পর্যন্ত সা’য়ী করবে।
ইবনে উমর (রাযিঃ) বলেন, বনু আব্বাদের বসতি হতে বনু আবু হুসাইনের গলি পর্যন্ত সা’য়ী করবে।
১৫৪২। মুহাম্মাদ ইবনে উবাইদ (ইবনে মায়মুন) (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাওয়াফ-ই-কুদূমের সময় প্রথম তিন চক্করে রমল করতেন ও পরবর্তী চার চক্কর স্বাভাবিক গতিতে হেঁটে চলতেন এবং সাফা ও মারওয়ার মাঝে সা’ঈর সময় বাতনে মসীলে* দ্রুত চলতেন। আমি (উবাইদুল্লাহ) নাফি’ কে বললাম, আব্দুল্লাহ (রাযিঃ) কি রুকনে ইয়ামানীতে পৌছে হেঁটে চলতেন? তিনি বললেন, না। তবে হাজরে আসওয়াদের নিকট ভীড় হলে (একটুখানি মন্থর গতিতে চলতেন), কারণ তিনি তা চুম্বন না করে সরে যেতেন না।
*বাতনে মসীল : সাফা ও মারওয়ার মাঝে ঐ স্থান, যেখানে সে সময়ে পানি জমা হত। বর্তমানে তা দু'টি সবুজ স্তম্ভ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
*বাতনে মসীল : সাফা ও মারওয়ার মাঝে ঐ স্থান, যেখানে সে সময়ে পানি জমা হত। বর্তমানে তা দু'টি সবুজ স্তম্ভ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
