কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫৮
আন্তর্জাতিক নং: ১০৫৮
২১৯. বৃষ্টির দিনে জুমআর নামায।
১০৫৮। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) .... আবু মালীহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, এটা (হুনাইনের) ছিল জুমআর দিন।
باب الْجُمُعَةِ فِي الْيَوْمِ الْمَطِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ صَاحِبٍ، لَهُ عَنْ أَبِي مَلِيحٍ، أَنَّ ذَلِكَ، كَانَ يَوْمَ جُمُعَةٍ .


বর্ণনাকারী: