কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৯
আন্তর্জাতিক নং: ৯৯৯
নামাযের অধ্যায়
১৯৫. সালাম সম্পর্কে।
৯৯৯. মুহাম্মাদ ইবনে সুলাইমান আল-আনবারী, আবু নুআয়েম হতে, তিনি মিসআর (রাহঃ) হতে উপরোক্ত হাদীসের সনদে ও অর্থে হাদীস বর্ণনা করেছেন। তিনি (নবী (ﷺ)) বলেনঃ তোমাদের হস্তদ্বয় রানের উপর রেখে ডান এবং বাম পাশের লোকদের সালাম করাই যথেষ্ট।
كتاب الصلاة
باب فِي السَّلاَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ مِسْعَرٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ " أَمَا يَكْفِي أَحَدَكُمْ - أَوْ أَحَدَهُمْ - أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَنْ يَمِينِهِ وَمَنْ عَنْ شِمَالِهِ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: