কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৩
আন্তর্জাতিক নং: ৯৯৩
১৯৩. নামাযের মধ্যে হাতের উপর ভর করা মাকরূহ।
৯৯৩. বিশর ইবনে হিলাল (রাহঃ) ..... ইসমাঈল ইবনে উমাইয়া (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাফে (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, কোন ব্যক্তি যদি উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে (পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে) নামায পড়ে? নাফে (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বলেছেন, ঐরূপ নামায তাদের যাদের উপর আল্লাহর গযব নাযিল হয়।
باب كَرَاهِيَةِ الاِعْتِمَادِ عَلَى الْيَدِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، سَأَلْتُ نَافِعًا عَنِ الرَّجُلِ، يُصَلِّي وَهُوَ مُشَبِّكٌ يَدَيْهِ قَالَ قَالَ ابْنُ عُمَرَ تِلْكَ صَلاَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৯৯৩ | মুসলিম বাংলা