আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৫৩১
আন্তর্জাতিক নং: ১৬৩০ - ১৬৩১
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
১৫৩১। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল আযীয ইবনে রূফাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে ফজরের নামাযের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) নামায আদায় করতে দেখেছি।
আব্দুল আযীয (রাহঃ) আরও বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে আসরের নামাযের পর দু’ রাক’আত নামায আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন আয়িশা (রাযিঃ) তাঁকে বলেছেন, নবী (ﷺ) (আসরের নামাযের পরের) এই দু’ রাক’আত নামায আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।
আব্দুল আযীয (রাহঃ) আরও বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে আসরের নামাযের পর দু’ রাক’আত নামায আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন আয়িশা (রাযিঃ) তাঁকে বলেছেন, নবী (ﷺ) (আসরের নামাযের পরের) এই দু’ রাক’আত নামায আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।
باب الطَّوَافِ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ
1630 - حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ الزَّعْفَرَانِيُّ ـ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ. -
1631 - قَالَ عَبْدُ العَزِيزِ: وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، - وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»
1631 - قَالَ عَبْدُ العَزِيزِ: وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، - وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»
