আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৩০
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
১৫৩১। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল আযীয ইবনে রূফাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে ফজরের নামাযের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) নামায আদায় করতে দেখেছি।
আব্দুল আযীয (রাহঃ) আরও বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে আসরের নামাযের পর দু’ রাক’আত নামায আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন আয়িশা (রাযিঃ) তাঁকে বলেছেন, নবী (ﷺ) (আসরের নামাযের পরের) এই দু’ রাক’আত নামায আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।