আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং: ১৫৩
আন্তর্জাতিক নং: ১৫৩
১১৩। ডান হাতে ইসতিনজা করার নিষেধাজ্ঞা
১৫৩। মুআয ইবনে ফাযালা (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন পান করে, তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইসতিনজা না করে।
بَابُ النَّهْيِ عَنْ الِاسْتِنْجَاءِ بِاليَمِينِ
153 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ هُوَ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ»
হাদীসের ব্যাখ্যা:
পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করার কারণ এ হতে পারে যে, তাতে পাত্রের ভেতর থুথু বা শ্লেষ্মা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর সে পাত্র থেকে পান করতে নিজেরই খারাপ লাগবে। অন্যের তো অরুচি লাগবেই।
চিকিৎসা শাস্ত্রীয় গবেষণা অনুযায়ী পাত্রে নিঃশ্বাস ত্যাগ করাটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। কেননা মানুষ নাক ও মুখ দিয়ে যখন নিঃশ্বাস গ্রহণ করে, তখন বায়ুমণ্ডল থেকে তার ভেতরে অক্সিজেন প্রবেশ করে। আর যখন নিঃশ্বাস ছাড়ে, তখন কার্বন-ডাই-অক্সাইড বের হয়ে আসে। তার ভেতর দেহের দূষিত বাষ্প ও রোগ-জীবাণু থাকে। পাত্রে নিঃশ্বাস ত্যাগ করলে খাবার বা পানির সঙ্গে তা মিশে যায়। সেই খাবার বা পানি যখন খাওয়া হয়, তখন ওই দূষিত বাষ্প ও রোগ-জীবাণু পুনরায় শরীরে প্রবেশ করে। ফলে নানা রোগ-ব্যাধি জন্ম নেওয়ার আশঙ্কা থাকে।
সুতরাং তিন নিঃশ্বাসে যে পানি পান করতে বলা হয়েছে, তার উপর আমল করতে হবে এভাবে যে, একবার পানি পান করে পাত্র থেকে মুখ সরাতে হবে। তারপর নিঃশ্বাস ফেলে দ্বিতীয়বার পান করতে হবে। এভাবে তিনবার। পাত্রে দম ফেলা যেমন নিষেধ, তেমনি ফুঁ দেওয়াও নিষেধ।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
পানি বা পানীয় পান করার সময় পাত্রের ভেতর নিঃশ্বাস ত্যাগ করা যাবে না। নিঃশ্বাস ত্যাগের সময় পাত্র থেকে মুখ সরিয়ে নিতে হবে।
চিকিৎসা শাস্ত্রীয় গবেষণা অনুযায়ী পাত্রে নিঃশ্বাস ত্যাগ করাটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। কেননা মানুষ নাক ও মুখ দিয়ে যখন নিঃশ্বাস গ্রহণ করে, তখন বায়ুমণ্ডল থেকে তার ভেতরে অক্সিজেন প্রবেশ করে। আর যখন নিঃশ্বাস ছাড়ে, তখন কার্বন-ডাই-অক্সাইড বের হয়ে আসে। তার ভেতর দেহের দূষিত বাষ্প ও রোগ-জীবাণু থাকে। পাত্রে নিঃশ্বাস ত্যাগ করলে খাবার বা পানির সঙ্গে তা মিশে যায়। সেই খাবার বা পানি যখন খাওয়া হয়, তখন ওই দূষিত বাষ্প ও রোগ-জীবাণু পুনরায় শরীরে প্রবেশ করে। ফলে নানা রোগ-ব্যাধি জন্ম নেওয়ার আশঙ্কা থাকে।
সুতরাং তিন নিঃশ্বাসে যে পানি পান করতে বলা হয়েছে, তার উপর আমল করতে হবে এভাবে যে, একবার পানি পান করে পাত্র থেকে মুখ সরাতে হবে। তারপর নিঃশ্বাস ফেলে দ্বিতীয়বার পান করতে হবে। এভাবে তিনবার। পাত্রে দম ফেলা যেমন নিষেধ, তেমনি ফুঁ দেওয়াও নিষেধ।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
পানি বা পানীয় পান করার সময় পাত্রের ভেতর নিঃশ্বাস ত্যাগ করা যাবে না। নিঃশ্বাস ত্যাগের সময় পাত্র থেকে মুখ সরিয়ে নিতে হবে।
