আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬২৮
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
ইবনে উমর (রাযিঃ) সূর্যোদয়ের পূর্বেই তাওয়াফের দু’ রাক’আত নামায আদায় করে নিতেন। (একবার) উমর (রাযিঃ) ফজরের নামাযের পর তাওয়াফ করে বাহনে আরোহণ করেন এবং তাওয়াফের দু’ রাক’আত নামায যু-তুওয়া (নামক স্থানে) পৌঁছে আদায় করেন।
ইবনে উমর (রাযিঃ) সূর্যোদয়ের পূর্বেই তাওয়াফের দু’ রাক’আত নামায আদায় করে নিতেন। (একবার) উমর (রাযিঃ) ফজরের নামাযের পর তাওয়াফ করে বাহনে আরোহণ করেন এবং তাওয়াফের দু’ রাক’আত নামায যু-তুওয়া (নামক স্থানে) পৌঁছে আদায় করেন।
১৫২৯। হাসান ইবনে উমর বসরী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছু লোক ফজরের নামাযের পর বায়তুল্লাহর তাওয়াফ করল। তারপর তারা নসীহতকারীর দিকে (নসীহত শোনার জন্য) বসে গেল। অবশেষে সূর্যোদয় হলে তারা দাঁড়িয়ে (তাওয়াফের) নামায আদায় করল। তখন আয়িশা (রাযিঃ) বললেন, তারা বসে রইল আর যে সময়টিতে নামায আদায় করা মাকরূহ তখন তারা নামাযে দাঁড়িয়ে গেল!
