আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬২৬
১০৩১. তাওয়াফের দু’রাক’আত নামায মসজিদুল হারামের বাইরে আদায় করা।
উমর (রাযিঃ) দু’রাকআত নামায হারাম সীমানার বাইরে আদায় করেছেন।
উমর (রাযিঃ) দু’রাকআত নামায হারাম সীমানার বাইরে আদায় করেছেন।
১৫২৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অসুস্থতার কথা জানালাম, অন্য সূত্রে মুহাম্মাদ ইবনে হারব (রাহঃ)............... নবী সহধর্মিণী উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা থেকে প্রস্থান করার ইচ্ছা করলে উম্মে সালামা (রাযিঃ)-ও মক্কা ত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন, অথচ তিনি (অসুস্থতার কারণে) তখনও বায়তুল্লাহ তাওয়াফ করতে পারেন নি। (রাসূলুল্লাহ (ﷺ)) তখন তাঁকে বললেনঃ যখন ফজরের নামাযের ইকামত দেওয়া হবে আর লোকেরা নামায আদায় করতে থাকবে, তখন তোমার উটে আরোহণ করে তুমি তাওয়াফ আদায় করে নিবে। তিনি তাই করলেন। এরপর (তাওয়াফের) নামায আদায় করার পূর্বেই মক্কা ছেড়ে বেরিয়ে গেলেন।
