কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৮
আন্তর্জাতিক নং: ৮৯৮
নামাযের অধ্যায়
১৬৪. সিজদা করার নিয়ম।
৮৯৮. কুতায়বা (রাহঃ) .... মায়মুনা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) যখন সিজদা করতেন, তখন তিনি তাঁর হস্তদ্বয়কে এত দূরে রাখতেন যে, কোন বকরীর বাচ্চা ইচ্ছা করলে এর নীচ দিয়ে চলে যেতে পারত।
كتاب الصلاة
باب صِفَةِ السُّجُودِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمِّهِ، يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَجَدَ جَافَى بَيْنَ يَدَيْهِ حَتَّى لَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ تَحْتَ يَدَيْهِ مَرَّتْ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সিজদায় পেট রান থেকে পৃথক রাখতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৩) এ বিষয়টি আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত আবু হুমায়েদ রা. থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদীসে। সে বর্ণনায় তিনি বলেন, রসূলুল্লাহ স. যখন সিজদা করতেন তখন দুই রান এমনভাবে ফাঁকা রাখতেন যে, পেটের কোন অংশ রানের উপর চাপাতেন না। (আবু দাউদ: ৭৩৫)। তবে নারীদের ক্ষেত্রে মাসআলা ব্যতিক্রম। তারা পেট রানের সঙ্গে মিলিয়ে জড়োসড়ো হয়ে থাকবে। (শামী: ১/৫০৪)