কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৬
আন্তর্জাতিক নং: ৮১৬
১৪০. যে ব্যক্তি একই সূরা উভয় রাকআতে পাঠ করে।
৮১৬. আহমদ ইবনে সালেহ ..... মুআয ইবনে আবব্দুল্লাহ আল-জুহানী হতে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নবী (ﷺ)কে ফজরের নামাযের উভয় রাকআতে সূরা (إِذَا زُلْزِلَتِ الأَرْضُ) পড়তে শুনেছেন। তিনি আরো বলেন, আমি জানি না রাসূলুল্লাহ (ﷺ) ভুল বশত এরূপ করেছিলেন না ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন।
باب الرَّجُلِ يُعِيدُ سُورَةً وَاحِدَةً فِي الرَّكْعَتَيْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي هِلاَلٍ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الصُّبْحِ ( إِذَا زُلْزِلَتِ الأَرْضُ ) فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا فَلاَ أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا .

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা বদরুদ্দীন আইনী রহ বলেন, إذا قرأ سورة واحدة في ركعتين اختلف المشايخ فيه، والأصح أنه لا يكره، ولكن ينبغي أن لا يفعل، ولو فعل لا بأس به، যদি কোন ব্যক্তি নামাযের উভয় রাকাতে একই সুরা পাঠ করে তা নিয়ে মাশায়েখগণ মতবিরোধ করেছেন। তবে বিশুদ্ধ মত হলো এটা মাকরূহ নয়। তবে এ রকম না করা উচিত, অবশ্য করলেও ক্ষতি নেই। (শরহু সুনানি আবি দাউদ, অধ্যায়: উভয় রাকাতে একই ছূরা পাঠ করা) নফল নামাযে একই আয়াত বা একই সুরা বারবার পড়ার উদাহরণ রসূলুল্লাহ স. এবং সাহাবায়ে কিরামের আমলে অহরহ পাওয়া যায়। এ কারণে নফল নামাযে এ আমল বৈধ। তবে ফরয নামাযে এ আমলের উদাহরণ তেমন পাওয়া যায় না। অতএব, ফরয নামাযে এটা অনুত্তম বা মাকরূহে তানযিহী। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫৪৬)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৮১৬ | মুসলিম বাংলা