আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫১
১১১। পবিত্রতা হাসিলের জন্য সাথে পানি নিয়ে যাওয়া।
আবু দারদা (রাযিঃ) বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তি [আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)] নেই?
আবু দারদা (রাযিঃ) বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তি [আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)] নেই?
১৫১। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি এবং আমাদের আরেকটি ছেলে তাঁর পিছনে পানির পাত্র নিয়ে যেতাম।
