কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০৬
আন্তর্জাতিক নং: ৭০৬
১১৬. যে জিনিসের কারণে নামায নষ্ট হয়।
৭০৬. কাছীর ইবনে উবাইেদ ..... সাঈদ হতে পূর্ববর্তী হাদীসের সূত্রে ও অর্থে এই হাদীসটি বর্ণিত হয়েছে। তবে তাতে আরও আছে, নবী (ﷺ) বলেনঃ সে আমাদের নামায নষ্ট করেছে কাজেই আল্লাহ্ তার চলৎশক্তি রহিত করুন।
باب مَا يَقْطَعُ الصَّلاَةَ
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ يَعْنِي الْمَذْحِجِيَّ، حَدَّثَنَا أَبُو حَيْوَةَ، عَنْ سَعِيدٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ زَادَ فَقَالَ " قَطَعَ صَلاَتَنَا قَطَعَ اللَّهُ أَثَرَهُ " . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ أَبُو مُسْهِرٍ عَنْ سَعِيدٍ قَالَ فِيهِ " قَطَعَ صَلاَتَنَا " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৭০৬ | মুসলিম বাংলা