আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬০০
১০১৩. কাবার ভিতরে যে প্রবেশ করেনি।
ইবনে উমর (রাযিঃ) বহুবার হজ্জ করেছেন কিন্তু কাবা ঘরে প্রবেশ করেননি।
১৫০৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমরা করতে গিয়ে বায়তুল্লাহ তাওয়াফ করলেন ও মাকামে ইবরাহীমের পিছনে দু’ রাক'আত নামায আদায় করলেন এবং তাঁর সাথে ঐ সকল সাহাবী ছিলেন যারা তাকে লোকদের থেকে আড়াল করে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) কাবার ভিতর প্রবেশ করেছিলেন কি না - জনৈক ব্যক্তি আবু আওফা (রাযিঃ) এর নিকট তা জিজ্ঞাসা করলে তিনি বললেন, না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন