আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৯৮
১০১১. কাবা ঘরের দরজা বন্ধ করা এবং কাবাঘরের ভিতর যে কোণে ইচ্ছা নামায আদায় করা
১৫০৩। কুতাইবা ইবনে সা’ঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এবং উসামা ইবনে যায়দ, বিলাল ও উসমান ইবনে তালহা (রাযিঃ) বায়তুল্লাহর ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। যখন খুলে দিলেন তখন প্রথম আমিই প্রবেশ করলাম এবং বিলালের সাক্ষাত পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কাবার ভিতরে নামায আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ, ইয়ামানের দিকের দু’টি স্তম্ভের মাঝখানে।
