কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৯
১০০. কাতার সোজা করা।
৬৬৯. কুতায়বা .... মুহাম্মাদ ইবনে মুসলিম হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) এর পাশে দাঁড়িয়ে নামায আদায় করি। তিনি আমাকে বলেন, তুমি কি জান মসজিদে নববীতে কেন এই কাঠটি রাখা হয়েছে? আমি আল্লাহর শপথ করে বলি, আমি জানি না। তিনি (আনাস) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এই কাঠ হাতে নিয়ে বলতেনঃ তোমরা বরাবর হয়ে যাও এবং কাতারসমূহ সোজা কর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৬৬৯ | মুসলিম বাংলা