কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫১
আন্তর্জাতিক নং: ৬৫১
৯৫. জুতা পরিহিত অবস্থায় নামায পড়া।
৬৫১. মুসা ইবনে ইসমাঈল .... বকর ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) উপরোক্ত হাদীসটি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন এবং তিনি এই হাদীসের উভয় স্থানে ‘কাযার’ (নাপাক) শব্দের পরিবর্তে “খাবাছ” (নাপাক) শব্দের উল্লেখ করেছেন।
باب الصَّلاَةِ فِي النَّعْلِ
حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنِي بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا قَالَ " فِيهِمَا خَبَثًا " . قَالَ فِي الْمَوْضِعَيْنِ " خَبَثًا " .


বর্ণনাকারী: