কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৭
আন্তর্জাতিক নং: ৫৯৭
৭২. ইমামের মুক্তাদীর তুলনায় উঁচু স্থানে দণ্ডায়মান হয়ে নামায আদায় করা সম্পর্কে।
৫৯৭. আহমদ ইবনে সিনান ..... হাম্মাম হতে বর্ণিত। হুযাইফা (রাযিঃ) মাদায়েন নামক স্থানে একটি দোকানের উপর দাড়িয়ে লোকদের ইমামতি করেন। তখন আবু মাসউদ (রাযিঃ) তিনি নামায শেষে বলেন, তুমি কি একথা জান না যে, লোকদেরকে উঁচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করতে নিষেধ করা হয়েছে? জবাবে তিনি বলেন, হ্যাঁ আপনি যখন আমার জামা ধরে টান দেন তখন তা আমার স্মরণ হয়।
باب الإِمَامِ يَقُومُ مَكَانًا أَرْفَعَ مِنْ مَكَانِ الْقَوْمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَأَحْمَدُ بْنُ الْفُرَاتِ أَبُو مَسْعُودٍ الرَّازِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، أَنَّ حُذَيْفَةَ أَمَّ النَّاسَ، بِالْمَدَائِنِ عَلَى دُكَّانٍ فَأَخَذَ أَبُو مَسْعُودٍ بِقَمِيصِهِ فَجَبَذَهُ فَلَمَّا فَرَغَ مِنْ صَلاَتِهِ قَالَ أَلَمْ تَعْلَمْ أَنَّهُمْ كَانُوا يُنْهَوْنَ عَنْ ذَلِكَ قَالَ بَلَى قَدْ ذَكَرْتُ حِينَ مَدَدْتَنِي .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইমাম একাকী কোন উঁচু জায়গায় দাঁড়িয়ে নামায আদায় করলে তা মাকরূহ হবে। তবে মাসজিদ বহুতলবিশিষ্ট হলে বা জায়গা উঁচু/নীচু হলে ইমামের সাথে ঐ সত্মরে কিছু মুসলস্নী থাকতে হবে। তাহলে আর মাকরূহ হবে না। উচ্চতার পরিমাণের ব্যাপারে ফুকাহায়ে কিরাম বলেন, মুক্তাদীদের স্থান থেকে ইমামের স্থান যদি এক হাত বা তার চেয়ে বেশী উঁচু হয় অথবা দেখা দৃষ্টিতে বেশী উঁচু মনে হয় তাহলে মাকরূহ হবে; অন্যথায় নয়। হযরত ইবনে মাসউদ রা. থেকে সহীহ সনদে আরো বর্ণিত আছে যে, ইমাম তাঁর মুক্তাদীদের চেয়ে উঁচু স্থানে দাঁড়ানোকে তিনি অপছন্দ করতেন। (ইবনে আবী শাইবা-৬৫৮৮) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৬৪৬)
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫৯৭ | মুসলিম বাংলা