কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫০৯
আন্তর্জাতিক নং: ৫০৯
৩৩. ইকামতের বর্ণনা।
৫০৯. হুমায়েদ ইবনে মাস্আদা ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। উহায়বের সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ। ইসমাঈল বলেন, আমি এই হাদীস আইয়ুবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, কিন্তু কাদ্ কামাতিস্-সালাহ্ বাক্যটি দু’বার তাতে বলতে হবে।
باب فِي الإِقَامَةِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، مِثْلَ حَدِيثِ وُهَيْبٍ . قَالَ إِسْمَاعِيلُ فَحَدَّثْتُ بِهِ، أَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৯ | মুসলিম বাংলা