কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯৬
আন্তর্জাতিক নং: ৪৯৬
৩০. বালকদের কখন থেকে নামায পড়ার নির্দেশ দিতে হবে।
৪৯৬. যুহায়ের ইবনে হারব .... দাউদের সূত্রে হাদীসের অনুরূপ বর্ণিত আছে। এই সূত্রে আরও আছেঃ তোমাদের কেউ যখন তার বাঁদীকে-দাসের সাথে বিয়ে দিবে তখন থেকে সে তার (দাসীর) নাভির নিম্নাংশ থেকে হাটুর উপরাংশ পর্যন্ত স্থানের প্রতি দৃষ্টিপাত করবে না।
باب مَتَى يُؤْمَرُ الْغُلاَمُ بِالصَّلاَةِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ سَوَّارٍ الْمُزَنِيُّ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَزَادَ " وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ خَادِمَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلاَ يَنْظُرْ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ " . قَالَ أَبُو دَاوُدَ وَهِمَ وَكِيعٌ فِي اسْمِهِ وَرَوَى عَنْهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ هَذَا الْحَدِيثَ فَقَالَ حَدَّثَنَا أَبُو حَمْزَةَ سَوَّارٌ الصَّيْرَفِيُّ .

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, পুরম্নষের নাভী থেকে হাঁটু পর্যনত্ম সতর। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪০৪)
এর বিপরীতে রসূল স. কখনো কখনো মানুষের সামনে রান খোলা রেখেছেন মর্মে বর্ণিত হাদীসের ভিত্তিতে কোন কোন ইমাম মনত্মব্য করেছেন যে, পুরম্নষের রান সতরের আওতাভুক্ত নয়। কিন্তু ইমাম বুখারী রহ তিনজন সাহাবা যথা- ইবনে আব্বাস, জারহাদ এবং মুহাম্মাদ বিন জাহাশ রা.-এর বরাত দিয়ে রসূল স.-এর উক্তি বর্ণনা করেন যে, রান সতরের আওতাভুক্ত। অতঃপর তিনি এটাকে বেশী সতর্ক আমল বলেও মনত্মব্য করেন। সাথে সাথে এটা চার ইমামের সিদ্ধানত্ম এবং মুসলিম উম্মাহ’র ব্যাপক মত দ্বারা প্রমাণিত। যদিও ইমাম আহমাদ রহ.-এর একটি মত এর বিপরীতে রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৯৬ | মুসলিম বাংলা