আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৭৯
১০০১. কোন দিক দিয়ে মক্কা থেকে বের হবে
১৪৮৪। আহমদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের বছর কাদা নামক স্থান দিয়ে মক্কার উঁচু ভূমির দিক থেকে মক্কায় প্রবেশ করেন।
রাবী হিশাম (রাহঃ) বলেন, (আমার পিতা) উরওয়া (রাহঃ) কাদা ও কুদা উভয় স্থান দিয়ে (মক্কায়) প্রবেশ করতেন। তবে অধিকাংশ সময় কাদা* দিয়ে প্রবেশ করতেন, কেননা তাঁর বাড়ি এ পথে অধিক নিকটবর্তী ছিল।
*ইফায় কুদা আছে, এখানে কাদা না কুদা কোনটি হবে তা নিয়ে মুহাদ্দিসীনদের মাঝে মতভেদ আছে, তবে অধিকাংশের মতে "কাদা" সঠিক---টিকাকার (আর বিস্তারিত আরবী অংশে গিয়েছে)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন