কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৮৩
আন্তর্জাতিক নং: ৩৮৩
১৪০. শুষ্ক নাপাক জিনিস কাপড়ের আচলে লাগলে।
৩৮৩. আব্দুল্লাহ্ ইবনে মাসলামা .... মুহাম্মাদ ইবনে ইবরাহীম থেকে ইবরাহীম ইবনে আব্দুর রহমানের উম্মে ওয়ালাদের সূত্রে বর্ণিত। তিনি বলেন, তিনি নবী (ﷺ)-এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেনঃ আমি এমন এক ব্যক্তি, যে তার কাপড়ের আঁচল ঝুলিয়ে রাখে। তিনি আরো বলেন, আমি নাপাক স্থানেও চলাফেরা করি। উম্মে সালামা (রাযিঃ) বলেন, পরবর্তী (পবিত্র) স্থান তা পবিত্র করে দেয়।*

* সাধারণতঃ কাপড়ে বা আঁচলে ভেজা নাপাক জিনিস লাগলে তা ধৌত করা ব্যতীত পবিত্র হয় না। অবশ্য শুষ্ক নাপাক জিনিস কাপড়ে লাগলে তাতে কাপড় অপবিত্র হয় না। - অনুবাদক
باب فِي الأَذَى يُصِيبُ الذَّيْلَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أُمِّ وَلَدٍ، لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ . فَقَالَتْ أُمُّ سَلَمَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُطَهِّرُهُ مَا بَعْدَهُ " .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৮৩ | মুসলিম বাংলা