কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৪০
আন্তর্জাতিক নং: ৩৪০
১২৯. জুমআর দিনের গোসল সম্পর্কে।
৩৪০. আবু তাওবা আর-রবী ইবনে নাফে ..... আব্দুর রহমান (রাহঃ) থেকে আবু হুরায়রা (রাযিঃ) এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) আবু সালামাকে অবহিত করেন যে, একদিন উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) জুমআর খুতবা দিচ্ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি প্রবেশ করে। উমর (রাযিঃ) তাকে জিজ্ঞাসা করেন, জুমআর নামাযের জন্য সঠিক সময়ে উপস্থিত হওয়ায় কিসে তোমাকে বাধা দিল? আগন্তুক (উছমান) বিনয়ের সাথে বলেন, নামাযের জন্য সঠিক সময়ে আগমনে আমাকে কিছু বাধা দেয়নি। আমি আযান শুনার পর উযু করে আসতে যতটুকু বিলম্ব হয়েছে। উমর (রাযিঃ) বলেন, তুমি কি কেবল উযুই করেছ? তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুননি ‘যখন তোমাদের কেউ জুমআর নামায আদায়ের ইরাদা করবে সে যেন গোসল করে'।*

* জুমআর নামাযের পূর্বে গোসল করা সুন্নত - অনুবাদক
باب فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ أَتَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ النِّدَاءَ فَتَوَضَّأْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَوَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أَتَى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ " .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৪০ | মুসলিম বাংলা