কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩২৭
আন্তর্জাতিক নং: ৩২৭
১২৩. তায়াম্মুম সম্পর্কে।
৩২৭. মুহাম্মাদ ইবনুল মিনহাল .... আব্দুর রহমান ইবনে আবযা থেকে তাঁর পিতার সূত্রে এবং তিনি আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) এর সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট তায়াম্মুমের ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি আমাকে নির্দেশ দেন যে, মাটিতে একবার হাত মেরে হাত ও মুখমণ্ডল মাসাহ্ করবে।
باب التَّيَمُّمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ التَّيَمُّمِ فَأَمَرَنِي ضَرْبَةً وَاحِدَةً لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩২৭ | মুসলিম বাংলা