কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩২৪
আন্তর্জাতিক নং: ৩২৪
১২৩. তায়াম্মুম সম্পর্কে।
৩২৪. মুহাম্মাদ ইবনে বাশশার .... আব্দুর রহমান ইবনে আবযা থেকে তাঁর পিতার সূত্রে এবং তিনি আম্মার (রাযিঃ) এর সূত্রে এই ঘটনা বর্ণনা করেন। নবী (ﷺ) বলেনঃ তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এই বলে তিনি নিজের হাত মাটিতে মারেন, অতঃপর তাতে ফুঁ দিয়ে মুখমণ্ডল এবং দুই হাতের কব্জি পর্যন্ত মাসাহ্ করেন। এই বলে তিনি নিজের হাত মাটিতে মারেন, অতঃপর তাতে ফুঁ দিয়ে মুখমণ্ডল এবং দুই হাতের কব্জি পর্যন্ত মাসাহ্ করেন। এই বর্ণনায় রাবী সালামা (রাহঃ) সন্দেহে পতিত হয়ে বলেন, নবী (ﷺ) উভয় হাতের কব্জি না কনুই পর্যন্ত মাসাহ্ করেছিলেন তা আমার স্মরণ নাই।
باب التَّيَمُّمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ، بِهَذِهِ الْقِصَّةِ فَقَالَ " إِنَّمَا كَانَ يَكْفِيكَ " . وَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى الأَرْضِ ثُمَّ نَفَخَ فِيهَا وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ شَكَّ سَلَمَةُ وَقَالَ لاَ أَدْرِي فِيهِ إِلَى الْمِرْفَقَيْنِ . يَعْنِي أَوْ إِلَى الْكَفَّيْنِ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩২৪ | মুসলিম বাংলা