কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৯৯
আন্তর্জাতিক নং: ২৯৯
১১৩. ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের হায়যান্তে পবিত্রতা (গোসল) অর্জন সম্পর্কে।
২৯৯. আহমাদ ইবনে সিনান .... আয়িশা (রাযিঃ) হতে মহিলাদের গোসল সম্পর্কে বর্ণিত আছে। অর্থাৎ হায়যের পর পবিত্রতা অর্জনের জন্য একবারমাত্র গোসল করা ওয়াজিব। অতঃপর পুনঃ হায়যকালীন সময় আগমনের পূর্ব পর্যন্ত প্রত্যেক নামাযের পূর্বে উযু করবে।
باب مَنْ قَالَ تَغْتَسِلُ مَنْ طُهْرٍ إِلَى طُهْرٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي مِسْكِينٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أُمِّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، فِي الْمُسْتَحَاضَةِ تَغْتَسِلُ - تَعْنِي مَرَّةً وَاحِدَةً - ثُمَّ تَوَضَّأُ إِلَى أَيَّامِ أَقْرَائِهَا .