কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৫২
আন্তর্জাতিক নং: ২৫২
১০০. স্ত্রীলোকের গোসলের সময় চুল ছাড়া সম্পর্কে।
২৫২. আহমাদ .... উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা উম্মে সালামা (রাযিঃ) এর নিকট এই হাদীস জানার জন্য আগমন করেন। উম্মে সালামা (রাযিঃ) বলেন, অতঃপর তাঁর ব্যাপারে আমি নবী (ﷺ)কে জিজ্ঞাসা করি ......... পূর্ববর্তী হাদীসের অনুরূপ। এ সম্পর্কে তিনি বলেন, প্রত্যেকবার পানি ঢালার সময় তুমি তোমার খোপার নীচে আংণ্ডল প্রবেশ করিয়ে চুলের গোড়ায় ঘষিয়ে পানি পৌছাবে।*

* উক্ত হাদীসে এটাই প্রতীয়মান হয় যে, অপবিত্রতার গোসলের সময় মাথার প্রতিটি চুলের গোড়ায় পানি পৌঁছানো অবশ্য কর্তব্য – (অনুবাদক)
باب فِي الْمَرْأَةِ هَلْ تَنْقُضُ شَعَرَهَا عِنْدَ الْغُسْلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ نَافِعٍ، - يَعْنِي الصَّائِغَ - عَنْ أُسَامَةَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى أُمِّ سَلَمَةَ بِهَذَا الْحَدِيثِ . قَالَتْ فَسَأَلْتُ لَهَا النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ قَالَ فِيهِ " وَاغْمِزِي قُرُونَكِ عِنْدَ كُلِّ حَفْنَةٍ " .

হাদীসের ব্যাখ্যা:

২৫১ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।