কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ২৩০
আন্তর্জাতিক নং: ২৩০
৯২. সঙ্গমের কারণে অপবিত্র অবস্থায় মোসাফাহা করা সম্পর্কে।
২৩০. মুসাদ্দাদ .... হুযাইফা (রাযিঃ) হতে বর্ণিত। একদা নবী (ﷺ)-এর সাথে তাঁর সাক্ষাত হয়। তখন তিনি তাঁর সাথে মুসাফাহা করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেন। তখন হুযাইফা (রাযিঃ) বলেন, আমি অপবিত্র। নবী (ﷺ) বলেন, মুসলিম ব্যক্তি কখনও অপবিত্র হয় না (অর্থাৎ মুসলমান কখনও এমন অপবিত্র হয় না- যার ফলে তাঁর সাথে মুসাফাহা (করমর্দন) করা যায় না)।
باب فِي الْجُنُبِ يُصَافِحُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مِسْعَرٍ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَهُ فَأَهْوَى إِلَيْهِ فَقَالَ إِنِّي جُنُبٌ . فَقَالَ " إِنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ " .


বর্ণনাকারী: