আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৫০
৯৮৬. তালবিয়া এর শব্দসমূহ।
১৪৫৭। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কিভাবে তালবিয়া পাঠ করতেন তা আমি ভালরূপে অবগত (তাঁর তালবিয়া ছিলঃ) আমি হাযির হে আল্লাহ! আমি হাযির, আমি হাযির, আপনার কোন অংশীদার নেই, আমি হাযির, সকল প্রশংসা ও সকল নিআমত আপনারই।
আবু মুআবিয়া (রাহঃ) আ‘মাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফয়ান (রাহঃ) এর অনুসরণ করেছেন।
শু‘বা (রাহঃ) আবু আতিয়্যা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) থেকে শুনেছি।
আবু মুআবিয়া (রাহঃ) আ‘মাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফয়ান (রাহঃ) এর অনুসরণ করেছেন।
শু‘বা (রাহঃ) আবু আতিয়্যা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) থেকে শুনেছি।
